শনিবার, ১৭ জুলাই, ২০১০

আহবান

এম.সি.কলেজের প্রাক্তন/বর্তমান ছাত্র-ছাত্রী/শুভানুধ্যায়ী সহ সকলকে এম.সি.কলেজ ব্লগ এর পক্ষ থেকে স্বাগতম। শতাব্দী প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে আমরা গর্ব করি এর রূপ-লাবণ্য ও তারুণ্যের। গ্রন্থগত বিদ্যার পাশাপাশি মানবিক বিকাশে এম.সি.কলেজ তার সবুজ-শ্যামল আচঁল বিছিয়ে দিয়েছে সবার তরে। টিলার পাদদেশে স্থাপিত বৃটিশ স্থাপত্য নিদর্শনের অসমান্য শৈলী নিয়ে দাড়িয়ে আছে বিভিন্ন বিভাগ সমূহ। সবুজে ঘেরা কলেজ চত্বরে হাতছানি রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের। রয়েছে বিকশিত হবার সমূহ সম্ভাবনা। প্রাকৃতিক সেৌন্দর্যের অপরূপ নিদর্শণ এই লীলাভূমি ৩৬০ আউলিয়ার পবিত্র শহর সিলেট'এর প্রাণকেন্দ্র।

যারা এই কলেজ কে প্রাণ থেকে অনুভব করেন, যাদের রয়েছে সহপাঠীদের সাথে যোগসূত্র খুজে পাওয়ার আকাঙ্খা, মুক্ত মননের অধিকারী সেসব তরুনের মিলন মেলায় পরিনত হোক এ ব্লগ। তথ্য-প্রযুক্তির বিস্ময়কর সব আবিষ্কারে আমরা প্রতিনিয়ত ব্যস্ত হয়ে পড়ছি এক নতুন ভারচ্যুয়াল জগতে। এই জগতে সামাজিক যোগাযোগের অন্যতম ফেসবুকে হয়ত খুজে পাওয়া যাবে অনেক কেই, তবে এই ব্লগে আমরা একটু আলাদাভাবে আমাদের পরিচয় দিতে চাই।যদিও এম.সি.কলেজ'এর একটি নিজস্ব ওয়েব সাইট রয়েছে, তবুও সেখানে মতামতের সুযোগ সীমিত। যেভাবে এম.সি.কলেজ ক্যাম্পাসে আমরা একে-অপরকে খুজে নিতাম,শেয়ার করতাম,সাহায্য চাইতাম;ঠিক তেমনি করে এই ব্লগে আমরা মিলিত হব প্রাণে প্রাণে।

সকলের অংশ গ্রহনের অপেক্ষায় থাকলাম। অনুরোধ থাকল সবার প্রতি- এম.সি.কলেজের যেকোন ছবি,ভিডিও অথবা কলেজ সম্পর্কিত তথ্য থাকলে আমাদের পাঠানোর জন্য। যেহেতু এই ব্লগের কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই তাই পেশাদারীত্বের অভাব পরিলক্ষিত হবেই। সকলের সহযোগিতা পেলে আমরা এই ব্লগকে সাজাতে পারবো দ্রুত একটি সফল ব্লগ হিসাবে।
লক্ষ করুন :
* মন্তব্য অংশে আপনার সুচিন্তিত মতামত তুলে ধরতে পারবেন।
* যে কোন নতুন লেখার উপর আপনি মন্তব্য করতে পারবেন।
* পরামর্শাকারে মন্তব্য দিন
* আপনার মতামত যেন অন্য করো অনুভূতিতে আঘাত না করে

ধন্যবাদ সবাই কে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন