শতবর্ষের ঐতিহ্যে লালিত মুরারি চঁাদ কলেজ, এম.সি.কলেজ নামে পরিচিত। সিলেট-তামাবিল রোডে টিলাগড়ে অবস্থিত এই বিদ্যাপীঠের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সিলেট শহর থেকে ৮ কি:মি: দূরে অবস্থিত এ কলেজে জড়িত রয়েছে দেশ বরণ্যে ব্যক্তিত্বের নাম। এক শতাব্দী পূর্বে ১৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হয়ে এম.সি.কলেজ দেশের শিক্ষাঙ্গনে মহীরুহু হয়ে আলো বিতরণ করে চলেছে নিরন্তর।
১৮৮৬ সালে রায়নগরের জমিদার মুরারি চঁাদের বিধবা কণ্যা ব্রজ সুন্দরী রায়ের পালিত ছেলে রাজা গিরিশ চন্দ্র রায় সিলেট শহরে "মুরারি চঁাদ হাই স্কুল " নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে এই হাইস্কুল কে একটি কলেজে রূপদান করার কার্যক্রম হাতে নেন। যার ফলশ্রুতিতে ১৮৯২ সালের ২৭ জুলাই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এফ.এ কোর্স চালু হয়।