সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য এম.সি. কলেজের রয়েছে বিরাট ঐতিহ্য। বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উদ্যাপন, পালা-পার্বণ, উৎসব-আনন্দে এ কলেজের কর্মকান্ড প্রশংসার দাবী রাখে। আর এ কারনেই এখানে গড়ে উঠেছে অনেক সাংস্কৃতিক সংগঠন। দেশীয় ঐতিহ্য লালন, বিদেশী সংস্কৃতির আগ্রাসন থেকে দেশের যুব সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখতে অবদান রাখছে এসব সংগঠনের কার্যক্রম। পড়া-লেখার পাশাপাশি সু্স্থ বিনোদন চর্চা ও মানবিক মূলবোধ বিকাশে নিরলস ভূমিকা রাখছে তারা। শিক্ষকমন্ডলীর পরামর্শে ও আনুকূল্যে তারা আলো ছড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে ঐকান্তিকভাবে।গান, নাটক-নাটিকা মঞ্চায়ন, আবৃত্তি কর্মশালা, বিতর্কানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, সাহিত্য সাময়িকী প্রকাশ ইত্যাদির মাধ্যমে তরুণদের উজ্জীবিত করে চলছে এসব সংগঠন। রক্তদান কর্মসূচী গ্রহণ, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করে সমাজ গঠনে অবদান রাখছে তারা।
এম.সি. কলেজের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠনের পরিচিতি তুলে ধরা হল :
- ধানশী- এ সাংস্কৃতিক সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে নিজেদের কর্মকান্ড পরিচারিত করে আসছে বিগত ৬-৭ বছর যাবত।
- মোহনা- দেশীয় সংস্কৃতির চর্চায় অঙ্গীকারবদ্ধ এ সাংস্কৃতিক সংগঠনটি মুক্তমননের অধিকারী তরুণদের নিয়ে গঠিত। প্রগতিশীল চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিনিয়ত তারা আলো ছড়িয়ে দিচ্ছে কলেজ অঙ্গন সহ শহরের সর্বত্র। মেধাবী তরুণদের যোগ্যতা ও ধ্যান-ধারণায় পুষ্ট মোহনা প্রতিষ্ঠার লগ্ন থেকে এ যাবত অনেকগুলি কাযক্রম হাতে নিয়েছে। মঞ্চস্থ করেছে বেশ কয়েকটি নাটক। ১৪ এপ্রিল ২০০৮ এ পথচল শুরু করে মোহনা সাংস্কৃতিক সংগঠন।